সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
এফএ কাপের প্রথম সেমিফাইনালে শনিবার রাতে ম্যান সিটিকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল আর্সেনাল।
অপেক্ষায় ছিল শিরোপার লড়াইয়ে কাদের বিপক্ষে লড়তে হবে তাদের!
অবশেষ দ্বিতীয় দল হিসাবে রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে ধরাশায়ী করে ফাইনালে পৌঁছল লন্ডনের আরেক ক্লাব চেলসি।
এদিন দুর্দান্ত খেলেছে ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের শিষ্যরা।
ওয়েম্বলি স্টেডিয়ামে গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ হবে ভেবে নিয়েছিল সমর্থকরা।
তবে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ম্যান ইউর স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুল গোল পায় অলিভার জিরুড।
১-০ তে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যান ইউর জালে বল জড়ান ম্যাসন মাউন্ট। এখানেও ডি গিয়ার বোকামি দৃশ্যমান। ২ গোল পরিশোধ তো দূরের কথা আত্মঘাতী গোলে ব্যবধান ৩-০তে পরিণত করে ম্যান ইউ।
ম্যাচের ৭৪ মিনিটে মার্কস আলোনসোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেন হ্যারি মাগুইরে। ফলে তিন গোলে এগিয়ে যায় চেলসি।
এতে অনেকটাই ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় চেলসির। তবে ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি কিক থেকে একটি গোল শোধ করেন ব্রুনো ফার্নান্দেস।
ফলাফল ৩-১ স্কোর খেলা শেষ হয়। আগামী ১ আগস্ট এফএ কাপের ফাইনালে দেখা যাবে লন্ডন ডার্বি। কার ঘরে উঠবে শিরোপা? আর্সেনাল নাকি চেলসি সেই তর্কে এখন সমর্থকরা।
তথ্যসূত্র: গোল ডট কম
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি