করোনা ভাইরাসে আরোগ্য লাভ ও মৃত্যুর ক্ষেত্রে জেলার শীর্ষে ছাতক উপজেলা

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

করোনা ভাইরাসে আরোগ্য লাভ ও মৃত্যুর ক্ষেত্রে জেলার শীর্ষে ছাতক উপজেলা

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি :;
করোনা ভাইরাসে আক্রান্তের দিক দিয়ে সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার মধ্যে ২য় স্থানে রয়েছে ছাতক। তবে করোনাকে পরাস্থ করে বিজয়ীর বেশে ঘরে ফেরা মানুষের সংখ্যায় ছাতক উপজেলার স্থান জেলার শীর্ষে। পক্ষান্তরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা বিবেচনায় জেলার প্রথম স্থানে রয়েছে ছাতকের নাম। ২০ জুলাই পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০২ জন। এর মধ্যে আরোগ্য লাভ করে ঘরে ফিরেছেন ২৬২ জন এবং আইসোলেশনে আছেন ৩৪ জন। ছাতকে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯৮৯ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৯৩০ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ জন। এর মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ও নোয়ারাই ইউনিয়নের সিংগেরকাচ গ্রামের ২ জন। জেলার ১১টি উপজেলার মধ্যে সবচেয় বেশী আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। সর্বোচ্চ ৪৩৯ জন আক্রান্ত হলেও সুনামগঞ্জ সদর উপজেলায় কেউ মৃত্যুবরণ করেনি। সুস্থ্য হয়েছেন ২৩১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ১২ জন। এর মধ্যে শুধু ছাতক উপজেলায় মৃত্যুবরণ করেছেন ৬ জন। তবে ঢাকা ও সিলেটে মৃত্যুবরণ করা ছাতকের আরো ৪ জনসহ মোট ১০ জনকে এখানে দাফন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেবের বাইরে করোনা উপসর্গ নিয়ে এখানে আরো ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ##

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ