সারাদেশে সব আদালত খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

সারাদেশে সব আদালত খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

সিল-নিউজ-বিডি ডেস্ক :: সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টসহ সারাদেশে সব আদালত খুলে দেয়ার দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কর্মসূচি অব্যাহত রয়েছে।

জুন থেকে শুরু হওয়া কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে মানববন্ধন করেন আইনজীবীরা।

সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে অর্ধশত আইনজীবী অংশ নেন। এর আগেও তারা একই দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল, প্রধান বিচারপতি বরাবর আবেদন এবং প্রধান বিচারপতির বাসভবনমুখী পদযাত্রাও করেন।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তৃতায় আইনজীবীরা বলেন, সারাদেশের সব কিছু চলছে অথচ আদালত এখনও বন্ধ। এতে বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীরা বঞ্চিত হচ্ছেন। এভাবে চলতে পারে না।

সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক মমতাজ উদ্দিন মেহেদী বলেন, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে। অবিলম্বে সুপ্রিম কোর্টসহ সারাদেশে নিয়মিত আদালত খুলে দিতে হবে।

মেহেদী সুপ্রিম কোর্টের কতিপয় আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, দালালি বাদ দিয়ে সাধারণ আইনজীবীদের কাতারে আসুন। অন্যথায় ঈদের পর আপনাদের কক্ষে তালা ঝুলানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ