সিলেট ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: গুগল কানাডা ২০২১ সালের জুলাই পর্যন্ত তাদের কর্মচারীদের ঘরে বসে কাজ করার সুয্গে দিয়েছে।
কানাডার দেড় হাজার কর্মচারী এ সুযোগ পাচ্ছেন। গুগল জানিয়েছে, তারা কমপক্ষে আগামী জুলাই পর্যন্ত এক হাজার ৫০০ কানাডিয়ান কর্মচারীর বেশিরভাগই বাড়ি থেকে কাজ করতে পারবেন।
গুগলের এক মুখপাত্র বলেছেন, তারা কর্মীদের আগামীর পরিকল্পনা করার দক্ষতা বাড়াতে এবং বৈশ্বিক স্বেচ্ছাসেবী কাজ ঘর থেকে করার অপশন দিয়েছেন।
টেক সংস্থার প্রায় এক হাজার ৫০০ কর্মচারী কানাডার ওয়াটারলু, অন্টারিও, টরন্টো ও মন্ট্রিয়লের অফিসে ইঞ্জিনিয়ার, বিক্রয় প্রতিনিধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষকসহ কাজ করছে। ২০২২ সালের মধ্যে ৫ হাজার কর্মচারীর জন্য শহরগুলোতে নতুন অফিস তৈরি করছে।
অ্যান্ড্রয়েড ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে, অফিসের বাইরে থেকে দূরবর্তী স্থানে কাজ করা প্রায় এক-তৃতীয়াংশ কানাডিয়ান অফিস থেকে কাজ শুরু করার প্রত্যাশা করছেন এবং প্রায় ২০ শতাংশ বলেছেন তারা মূলত ঘরেই থাকতে চান।
ফেসবুক, শপাইফাই ইনক ও ওপেন টেক্সট কর্পোরেশন জানিয়েছে, শিগগিরই তারা তাদের কর্মচারীদের জন্য দূরবর্তী স্থানে স্থায়ীভাবে কাজ করার অপশন রাখবে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি