ছাতকে ঈদের নামাজে স্বাস্থ্যবিধি মানা নিয়ে বিরোধ : এক পক্ষ মানলেন, অপর পক্ষ না!

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০

ছাতকে ঈদের নামাজে স্বাস্থ্যবিধি মানা নিয়ে বিরোধ : এক পক্ষ মানলেন, অপর পক্ষ না!

ছাতক প্রতিনিধি::
ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের শ্রীনগর জামে মসজিদে শনিবার দু’দফা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা প্রাদুর্ভাবের কারনে নামাজ আদায়ে সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে এ গ্রামে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে দু’টি দল। জামে মসজিদের মোতাওয়াল্লী ফজলুল করিম বকুল রাষ্ট্রীয় আদেশ মান্য করে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায়ের প্রস্তাব দিলে লন্ডন প্রবাসী চমক আলীর নেতৃত্বে অপর পক্ষ এসব বিধিনিষেধ মানতে নারাজ। তারা আগের মতোই নামাজ আদায় করতে চান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল মতবিরোধ দেখা দেয়।

ঈদের জামাত গ্রামের কিছু লোক সকাল ৭ টা ৩০ মিনিটের সময় চমক আলীর পক্ষ স্বাস্থ্যবিধি না মেনেই আদায় করেছেন। ইমামের মাধ্যমেই তারা ঈদের জামাত আদায় করেন। ছোট এই গ্রামে ৮১ টি পরিবারের বসবাস। জনসংখ্যায় কম থাকলেও সামাজিক দূরত্ব বজায় রেখে জামাত ফজলুল করিম বকুলের পক্ষ মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮ টা ১৫ মিনিটে। এ জামাত পড়িয়েছেন মসজিদে দায়িত্বরত মুয়াজ্জিন।

ঈদের জামাত দুইবারে দু’পক্ষ স্বাস্থ্যবিধি মেনে ও না মেনে আদায় করলেও এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। একই বিষয়ে ওয়াক্তি নামাজ নিয়েও চলছে মতবিরোধ। এ নিয়ে গ্রামে সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। গ্রামের অধিকাংশ লোক সুষ্ট সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ