বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুল বারীর নামাজে জানাজা ৪ঠা আগষ্ট মঙ্গলবার

প্রকাশিত: ৪:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২০

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুল বারীর নামাজে জানাজা ৪ঠা আগষ্ট মঙ্গলবার

সিলনিউজবিডি ডেস্কঃযুক্তরাজ্যের লীডস শহরের বিসটনের প্রবীণ মুুরব্বি,কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুল বারীর নামাজে জানাজা আগামী ৪ঠা আগষ্ট মঙ্গলবার বেলা দুইটার সময় আল মদিনা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সরকারের প্রদত্ত স্বাস্থ্য বিধি মেনে সবাইকে জানাজায় অংশ গ্রহণ করতে পরিবারের পক্ষ থেকে বিনীত ভাবে  অনুরোধ জানিয়েছেন। মরহুমের নির্দেশ অনুযায়ী  আগামী বৃহস্পতিবার লাশ বাংলাদেশে নিয়ে যাবেন। শুক্রবার দ্বিতীয় জানাজা শেষে বাংলাদেশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।              আলহাজ্ব মোঃ আব্দুল বারী) (৯০) গত ২৩ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে লীডসের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)  মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তান,নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম আব্দুল বারীর বাংলাদেশের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌর শহরের হবিব পুর পশ্চিম পাড়া।আলহাজ্ব মোঃ আব্দুল বারী বিস্টন আলমদিনা জামে মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দীর্ঘদিন অবৈতনিক ভাবে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে অনেক মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। তিনি কমিউনিটির সবার প্রিয় একজন সাদামনের মানুষ ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ