সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার প্রতিবাদে ‘সম্মিলিত আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর আলোচনা সভা

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার প্রতিবাদে ‘সম্মিলিত আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর আলোচনা সভা

সিল-নিউজ-বিডি ডেস্ক :: টেকনাফে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে সম্মিলিত আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার সিলেট নগরীর মজুমদাপাড়ায় অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
সম্মিলিত আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগর শাখার সভাপতি দেওয়ান মুরাদ হাসানের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি সাইফু ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় সিলেটের সম্মিলিত আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো। সভায় আগামী ৯ আগস্ট রোববার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। উক্ত মানববন্ধনে সম্মিলিত আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা ও মহানগর শাখা সহ আপামোর জনসাধারণকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধার সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের অফিস সহকারী মৃণাল কান্তি রায়, সম্মিলিত আমরা মুক্তিযোদ্ধার সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো. জগলু হোসেন, সাধারণ সম্পাদক রব্বানী চৌধুরী রাজু, সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি দেওয়ান মঞ্জুর হাসান, মহানগর শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মতিউর রহমান রাজা, বাণিজ্য বিষয়ক সম্পাদক এম. কে. সোলেমান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক আতিক শুভ, আব্দুল হান্নান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর শাখার দপ্তর সম্পাদক সেলিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শাহেদ শাহরুখ অয়ন, আব্দুল্লাহ আল মামুন, আইন বিষয়ক সম্পাদক মো. লিয়াকত হোসেন প্রমুখ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ