লেবাননে জরুরি খাদ্য সামগ্রী-মেডিক্যাল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

লেবাননে জরুরি খাদ্য সামগ্রী-মেডিক্যাল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

সিল-নিউজ-বিডি ডেস্ক :: লেবাননে খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে বাংলাদেশ যে কোনো সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সে দেশে বিস্ফোরণে হতাহতের ঘটনায় সহানুভূতি ও সমবেদনা জানান। এ সময় সে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ থেকে খাদ্য ও চিকিৎসা সামগ্রী এবং মেডিক্যাল টিম পাঠানোর কথাও জানান তিনি।

ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লেবাননে বুধবার শক্তিশালী বিস্ফোরণে চারজন বাংলাদেশি নিহত হন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সে দেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ