সিলেট ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
অনলাইন ডেস্ক :; বলিউড ব্লকবাস্টার হিট সিনেমা পিকে এর সরফরাজ চরিত্র খ্যাত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সুশান্ত আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করলেও তার মৃত্যুর রহস্যজট খুলছে না।
সেই রহস্যের সমাধানে সোশ্যাল মিডিয়ায় সুশান্তের সর্বশেষ পোস্টের দিকে নজর দিয়েছে পুলিশ। দেখা গেছে মৃত্যুর আগে ১৭ বছর আগে মারা যাওয়া মাকে উদ্দেশ্য করে আবেগঘনবার্তা লিখে গেছেন সুশান্ত।
গত ৩ জুন সুশান্ত ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেন। সেখানে মায়ের সঙ্গে নিজের ছবির কোলাজ পোস্ট করেন তিনি।
ক্যাপশনে লেখেন, ‘চোখের জলে ঝাপসা হচ্ছে স্মৃতিগুলো, অথচ স্বপ্নের নিরন্তর আনাগোনা স্মিত হাসির মতো ঠোঁটে লেগে থাকে। বহমান জীবন,এই দুইয়ের সঙ্গে বোঝাপড়া…মা।’
উল্লেখ্য, খুব ছোট বয়সে মাকে হারিয়েছিলেন সুশান্ত। একাধিক বার সংবাদমাধ্যমে মাকে হারানোর বেদনার কথা জানিয়েছিলেন তিনি। এছাড়া প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে পোস্ট করতেন তিনি।
তথ্যসূত্র: আনন্দবাজার, সোশ্যাল মিডিয়া
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি