বরিশালে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২২

বরিশালে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সিলনিউজ বিডি ডেস্ক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রাজিবের সঞ্চালনায় সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ জনগণের উপর অন্যায় অত্যাচার করে না। আগামী নির্বাচনে মাঠে খেলা হবে বলে সমাবেশে বিরোধীদলকে হুঁশিয়ার করে দেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

তিনি আরও বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মূলত আওয়ামী লীগকে হুমকি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে হুমকি। ১৫ আগস্টে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সঙ্গে সম্পৃক্ত লোকজনই প্রধানমন্ত্রীকে কটূক্তি করছে বলে সমাবেশে অভিযোগ করেন বরিশালের মেয়র।

সামবেশ শেষে সেখান থেকে সাদিক আবদুল্লাহর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার, ও ফজলুল হক এভিনিউ হয়ে ফের সোহেল চত্বরে গিয়ে শেষ হয়।

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কারণে নগরীর কাকলীর মোড় থেকে সদর রোডের ফাতেমা সেন্টার মোড় পর্যন্ত প্রায় ২ ঘণ্টা আটকে রাখে পুলিশ। এ কারণে ওই সড়কে কোনও যানবাহন চলাচল করতে পারেনি। সদর রোড আটকে দেওয়ায় আশপাশের অন্যান্য সড়কে ব্যাপক জানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার বাসিন্দা।

এদিকে, আওয়ামী লীগের সমাবেশ ও মিছিল উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে মেট্রোপলিটন পুলিশ।

সূত্র : বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ