জৈন্তাপুর থেকে চোরাকারবারি গ্রেফতার

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০

জৈন্তাপুর থেকে চোরাকারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি ও ব্যাথা নাশক ট্যাবলেটসহ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শনিবার (৮আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে লামা-শ্যামপুর এলাকা থেকে জনৈক মো.রফিক আহম্মেদ (৫৫) নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব ।

গ্রেফতারকৃত মো.রফিক আহম্মেদ (৫৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার লামা শ্যামপুর গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর (ইসলামপুর ক্যাম্পের) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.সামিউল আলম এর নেতৃত্বে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৮,৪০,০০০ পিস পাতার বিড়ি ও ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩,৯৮,০০০ পিস ব্যাথা নাশক ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত অসামীর বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে পণ্যে চোরাই পথে দেশে আনায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ