ক্রুস কিংবা ইসকোর বদলে দিবালাকে নেবে রিয়াল!

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

ক্রুস কিংবা ইসকোর বদলে দিবালাকে নেবে রিয়াল!

খেলা ডেস্ক :: সিরি আ’র বর্ষসেরা ফুটবলার হয়েছেন আর্জেন্টিনা তারকা পাউলো দিবালা। জুভেন্টাস কোচ মাউরিসিও সারি ছাঁটাই হলেও দিবালাকে আবার ফর্মে ফিরিয়েছেন তিনি। চলতি মৌসুমে তাকে খেলিয়েছেন প্লে মেকার হিসেবে। নতুন জায়গায় দারুণ খেলেছেন দিবালা। গোল করেছেন ১১টি, সমান সংখ্যক গোল করিয়েছেন। এবার তাই জুভ তারকা দিবালার দিকে নজর রিয়াল মাদ্রিদের।

সংবাদ মাধ্যম স্পোর্টস মিডিয়াসেট জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তাদের প্লে মেকার টনি ক্রুস কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার ইসকোর বদলে দিবালাকে দলে পেতে চায়। রিয়াল মাদ্রিদ ইসকো কিংবা টনি ক্রুসের দাম ধরেছে একশ’ মিলিয়ন ইউরো। অর্থাৎ দিবালার দামও একশ’ মিলিয়ন ইউরো। তবে নগদ অর্থে দিবালাকে কিনতে চায় না লস ব্লাঙ্কোসরা।

জুভেন্টাস অবশ্য পাউলো দিবালাকে ছাড়তে চায় না। কারণ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ায় জুভেন্টাস তাদের কোচ সারিকে বরখাস্ত করেছে। নতুন কোচ হিসেবে আন্দ্রে পিরলোকে নিয়োগ দিয়েছে তারা। জুভেন্টাস তাই এই মুহূর্তে দিবালার মতো তারকাকে বিক্রি করতে চায় না। বরং দিবালা-রোনালদো-আর্থার মেলোদের নিয়ে নতুন দল গড়তে চায়।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ অবশ্য তারকা ফুটবলার কিনবে না বলে ঘোষণা দিয়েছে। তবে ফুটবলারের বিনিয়মে ফুটবলার দলে ভেড়াতে আগ্রহী তারা। এছাড়া গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজ, লুকাস ভাসকেস, মারিয়ানো দিয়াজের মতো ফুটবলার বিক্রির জন্য বাজারে তুলেছে রিয়াল। করোনার কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে তাদের বিক্রি করে অর্থ আয় করতে চায় লস ব্লাঙ্কোসরা।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ