সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০
অনলাইন ডেস্ক :
গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে বড় মন্দার মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য।
করোনাভাইরাসের কারণে লকডাউন জারি করার পর এপ্রিল থেকে জুন মাসের অর্থনীতিতে এই মন্দার ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
খবরে বলা হয়, বছরের প্রথম তিনমাসের তুলনায় এই সময়ে অর্থনীতি ২০.৪ শতাংশ সংকুচিত হয়ে যায়। তবে কর্মকর্তারা বলছেন, জুন মাসে চলাচলে নিষেধাজ্ঞা সহজ হতে শুরু করার পর অর্থনীতি আবার সচল হয়ে উঠেছে।
২০০৯ সালের পর যুক্তরাজ্যের অর্থনীতিতে এমন পতন দেখা যায়নি।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যানবিষয়ক কার্যালয় (ওএনএস) জানিয়েছে, সেবা খাতে সবচেয়ে বেশি অর্থনৈতিক পতন দেখা গেছে।
করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গত কয়েকমাস দোকানপাট, কল-কারখানা ও নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল। এমন অবস্থায় থমকে পড়ে দেশটির অর্থনীতি।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি