ওসমানীর ল্যাবে ৩৯ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

ওসমানীর ল্যাবে ৩৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বাসিন্দা।

শনিবার (১৫ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

তিনি জানান, ‘ওসমানীর ল্যাব শনিবার মোট ২২৪ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে পূর্বের সংগ্রহে থাকা আরও কয়েকটিসহ নমুনা নিয়ে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হলে এ ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

এ ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া ৩৯ জন রোগীর মধ্যে সিলেট জেলার ৩২ জন, মৌলভীবাজার জেলার ৩ জন হবিগঞ্জে ২ জন ও সুনামগঞ্জ জেলায় ২ জন রয়েছেন।

সিলেট জেলায় শনাক্তদের মধ্যে সিলেট নগর ও সদর উপজেলার ২৫ জন, দক্ষিণ সুরমার দুইজন, গোলাপগঞ্জ উপজেলার দুইজন, বিয়ানীবাজার, ওসমানীনগর ও বালাগঞ্জে একজন করে রয়েছেন। শনাক্তদের মধ্যে দুইজন চিকিৎসকও রয়েছেন বলে জানান তিনি।

এর আগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৭৪ জনের মধ্যে সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ২০ জন ও সিলেট জেলার ১০ জন রোগী রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
15161718192021
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ