১০ গাড়িচালকের নিয়োগ বাতিল করল ডিএনসিসি

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২২

১০ গাড়িচালকের নিয়োগ বাতিল করল ডিএনসিসি

অনলাইন ডেস্ক :: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) অস্থায়ী ভিত্তিতে ভারী গাড়িচালক (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগ করা ১০ জনের তথ্যগত গরমিলের প্রমাণ পাওয়া গেছে। ফলে তাদের নিয়োগ আদেশ বাতিল করেছে ডিএনসিসি।

শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এরই মধ্যে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ঐ ১০ জনের নিয়োগ আদেশ বাতিল করেছেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, অস্থায়ী ভিত্তিতে ভারী গাড়িচালক (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগকৃত ১০ জন চালকের তথ্যগত গরমিল থাকায় নিয়োগ আদেশের শর্ত ১(৫) ও ১(চ) মোতাবেক তাদের জন্য প্রযোজ্য নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্য কোনো কাজে তাদের সম্পৃক্ত করা যাবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিয়োগ আদেশ বাতিল হওয়া ঐ ১০ ভারী গাড়িচালকদের মধ্যে রয়েছেন- আয়নাল হোসেন, সোহেল রানা, রাসেল হোসেন, দিদার মোহাম্মদ হেলাল, আরিফ হোসেন, আবুল বাসার, মাসুদ রানা, আনিচুর রহমান, মো. ইব্রাহিম এবং শাহাদাত হোসেন।

সূত্র : ডেইলি বাংলাদেশ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ