দোয়ারায় বৃক্ষরোপণ, পোনা অবমুক্তকরণ ও আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

দোয়ারায় বৃক্ষরোপণ, পোনা অবমুক্তকরণ ও আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

দোয়ারাবাজার প্রতিনিধি ::

দোয়ারাবাজারে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে হকনগর (বাশতলা) শহীদ স্মৃতি সৌধ এলাকায় বৃক্ষরোপণ, বন্দেহরী জলমহাল গ্রুপের পোনামাছ অবমুক্ত করণ ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

সকালে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের ৫ নং সেক্টরের সদর দপ্তর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হকনগরে (বাঁশতলা) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে দর্শন ও কবর জিয়ারত দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বন্দেহরী গ্রুপের জলমহালে পোনা মাছ অবমুক্ত করণ বিকালে দোয়ারাবাজার উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল খালেক,লক্ষিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক,বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম মাষ্টার, নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ছালেহা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাবুল চন্দ্র দাস, আবুল কালাম, মোটর শ্রমিক লীগ সভাপতি মো. মাসুক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মিয়া, ছাত্রলীগ নেতা নিউটন দাস প্রমুখ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ