আবারও ৮ গোল দিল বায়ার্ন মিউনিখ

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

আবারও ৮ গোল দিল বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক :

প্রতিপক্ষের জালে ফের ৮ বার বল জড়াল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

তবে বার্সেলোনা নয়, এবার হানস ফ্লিকের শিষ্যদের কাছে কুপোকাত হয়েছে শালকে ০৪।

জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই বায়ার্নের কাছে গুনে গুনে ৮ গোল হজম করলেও এর একটিও শোধ দিতে পারেনি শালকে।

বুন্দেসলিগার ইতিহাসে কোনো আসরের উদ্বোধনী ম্যাচে এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড নেই আর।

শুক্রবার ঘরের মাঠ এলিয়েঞ্জ অ্যারেনায় হ্যাটট্রিক করেছেন সার্জি জিনাব্রি। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম গোলটি করেন জিনাব্রি।

১৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন গোরেৎজকা।

এর ১২ মিনিট পর ডি-বক্সের মধ্যে লেভাডোস্কি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বায়ার্ন। সফল স্পটকিকে ব্যবধান ৩-০ করেন গত মৌসুমের সর্বোচ্চ স্কোরার লেভাডোস্কি।

৩-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ফিরে দ্বিতীয় মিনিটের সময় নিজের দ্বিতীয় গোল করে এক হালি পূরণ করেন জিনাব্রি।

ম্যাচের ৫৯ মিনিটে ফের শালকে শিবিরে হানা দেন জিনাব্রি। নিজের হ্যাটট্রিক পূরণ করে ৫-০ তে লিড এনে দেন দলকে।

৬৯ মিনিটে থমাস মুলার, ৭১ মিনিটে লেরয় সানে এবং ৮১ মিনিটে জামাল মুসাইয়ালা গোল করলে ব্যবধান দাঁড়ায় ৮-০ তে।

রেফারি বাঁশিতে ফুঁ দিলে নিশ্চিত হয় শালকের বড় পরাজয়।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইলো বায়ার্ন মিউনিখ।

সদ্য সমাপ্ত উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিল বায়ার্ন। সেই ম্যাচের মাত্র এক মাস চার দিন পর কোনো দলকে আবারও ৮ গোল দিল তারা।

তথ্যসূত্রঃ গোল ডট কম

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ