ছাতকের বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী ইছহাক আলীর মৃত্যু

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

ছাতকের বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী ইছহাক আলীর মৃত্যু

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সালিশ ব্যাক্তিত্ব, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য হাজী ইসহাক আলী ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাজিউন)। সোমবার বিকেল ২টা ৪০মিনিটের সময় সিলেট নগরীর বেসরকারী মাউন্ট এ্যাডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বাদ এশা শহরের লাল মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম যানাজা এবং রাত ১০টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের মরহুমের গ্রামের বাড়ি সংলগ্ন ইসলামপুর ঈদগাহে দ্বিতীয় যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। যানাজায় ইমামতি করেন গনেশপুর-নোয়াগাঁও মাদ্রাসার মহতামিম মাওলানা আব্দুল হান্নান। যানাজায় সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, সাবেক চেয়ারম্যান এড. সুফি আলম সুহেল, ডাঃ ছমির উদ্দিন, লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সাবেক প্রেসিডেন্ট জামাল আহমদ চৌধুরী, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী জয়নাল মিয়া চৌধুরী, সাধারন সম্পাদক হাজী আবুল হাসান, মরহুমের ছোট ভাই সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল গনি, ইউপি চেয়ারম্যান হাজী কুটি মিয়া, কাজী আনোয়ার মিয়া আনু, মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, মুক্তিযোদ্ধা কবির মিয়া, মাওলানা ফজলুর রহমান, ব্যবসায়ী হাজী আবুল হায়াত, আব্দুল হাই আজাদ, মাওলানা আকিক হোসাইন, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, ইউপি সদস্য হাজী সুনু মিয়া, বাবুল মিয়া মেম্বার, ব্যবসায়ী হাজী সামছুল ইসলাম, হাজী সুজন মিয়া, হাজী আফিজ আলী, বিলাল আহমদ, বিলাত মিয়া, সাবেক পৌর কাউন্সিলর ইরাজ মিয়াসহ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী হাজী ইসহাক আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ ,ছাতক পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, প্যানেল মেয়র তাপস চৌধুরীসহ নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।##

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ