তাহিরপুরে ভারতীয় বন্যহাতির আতঙ্কে সীমান্তবাসী

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

তাহিরপুরে ভারতীয় বন্যহাতির আতঙ্কে সীমান্তবাসী

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের চানপুর,রজনী লাইন,রাজাই এলাকায় ভারতীয় বন্য হাতির হুঙ্কারে আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্তবাসী।গত কয়েকদিনে কালাপাহাড় থেকে চানপুর সীমান্তে দলবেঁধে বন্যহাতির দল ঘুরে বেড়াচ্ছে।বাংলাদেশ সীমান্তে নেমে এসব হাতি তান্ডব শুরু করতে পারে বলেও আশঙ্কা করছেন সীমান্তের বসবাসকারী লোকজনেরা।
চানপুর সীমান্তের কালাপাহাড়ে ভারতীয় অংশে গারো আদিবাসীদের ১৯টি ঘর গুড়িয়ে দিয়েছে ভারতীয় বন্য হাতির দল।যে কোন মুহুর্তে বাংলাদেশ সীমান্তে নেমে তান্ডব শুরু করতে পারে সীমান্তবাসী আতঙ্ক প্রকাশ করেছেন। রাজাই ও চানপুর গ্রামবাসী এসব হাতির তান্ডব দেখেছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
জানা গেছে,বন্যহাতির উৎপাতে ভারতীয় অংশের রাজাই গ্রামবাসী (বিএসএসফ)ভারতীয় পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবগত করার পর তাদেরকে হাত বোমা দিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ। তাছাড়া ভারতীয় পুলিশ বন্যহাতি তাড়াতে ফাঁকা ফায়ারিংও করেছেন।
ফায়ারিংয়ের পর বন্যহাতির দল আরো বেশি উৎপাত শুরু করেছে।এদিকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া কালা পাহাড়ে গারো আদিবাসীদের ১৯টি বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন সীমান্তের লোকজন।তারা হাতির বিকটপন্ন হুঙ্কারে আতঙ্কিত হয়ে পড়েন।সীমান্তে বসবাসকারী লোকজন এ বিষয়টি স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানকে অবগত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ