বড়লেখার ১০টি ইউনিয়নে একই সাথে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুলিশের সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

বড়লেখার ১০টি ইউনিয়নে একই সাথে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুলিশের সমাবেশ অনুষ্ঠিত

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক ঃ ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে’ এই ¯েøাগানে বড়লেখায় নারীর প্রতি সহিংসতা বিরোধী পুলিশ-জনতা সমাবেশ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় একযোগে উপজেলার ১১টি বিট পুলিশিং ইউনিটে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে বড়লেখা সদর ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে পৌর শহরে র‌্যালী বের করা হয়। র‌্যালি শেষে বড়লেখা সদর ইউনিয়ন সভা কক্ষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার। বড়লেখা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক প্রভাকর রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, উপজেলা বিট পুলিশিং কমিটির সম্পাদক আব্দুল আহাদ, জেলা পরিষদ সদস্য জোবেদা ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিটের উদ্যোগে সকালে পশ্চিম বাজার থেকে র‌্যালী শুরু হয়। র‌্যালিটি মুক্তিযোদ্ধা চত্বর এলাকা ঘুরে ইউনিয়ন কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন। উপপরিদর্শক রতন কুমার হালদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। এসময় উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক উদ্দিন, সহসভাপতি রফিক উদ্দিন আহমদ, ইউপি সদস্য সেলিম আহমদ খান প্রমুখ।

দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিটে সমাবেশে সভাপতিত্ব করেন চেয়ারম্যান এনাম উদ্দিন। সহকারী উপ পরিদর্শক তরুণ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ পরিদর্শক মো. শরীফ উদ্দিন। এসময় ইউপি সদস্য হিফজুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, সমাজসেবক আব্দুল জব্বার, ব্যবসায়ী দুলাল আহমদ উপস্থিত ছিলেন।

সুজানগর ইউনিয়ন বিটে সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইমরুল ইসলাম লাল। সাধারণ সম্পাদক সাহেদুল মজিদ নিকুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুজানগর বিট কর্মকর্তা উপপরিদর্শক সুব্রত কুমার দাস। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল হক , আওয়ামী লীগ নেতা সাইদ আহমদ, যুবলীগ সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ ফায়েক, আজিমগঞ্জ বনিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, ইউপি সদস্য মকবুল হোসেন সেবুল, ফরমান আহমেদ, ফখরুল ইসলাম, আব্দুস শহিদ, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুপক দাস, যুগ্ম আহবায়ক সামসুজ্জামান সামী।

তালিমপুর ইউনিয়ন বিটে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস। থানার উপপরিদর্শক আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি বেলাল আহমদ, কাননগো বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, ইউপি সদস্য মস্তাক আহমদ ও মানিক আহমদ, তালিমপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইকবাল হাসান ও সাধারণ সম্পাদক শিপু লাল দাস।

এছাড়া বড়লেখা পৌরসভা, নিজবাহাদুরপুর, দাসেরবাজার, বর্ণি, দক্ষিণ শাহবাজপুর ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিট পুলিশিং ইউনিটে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে সমাবেশ হয়। সমাবেশে জনপ্রতিনিধি, নারী, শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ