আইপিএলে ধোনির নতুন ইতিহাস

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

আইপিএলে ধোনির নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

সোমবার রাতে আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আইপিএলের ৩৭তম ম্যাচে খেলার মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এদিন রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে বেশি ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ধোনি। যে রেকর্ড আইপিএলে আর কোনো খেলোয়াড়ের নেই।

অবশ্য ধোনির ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। রোববার রাতে পাঞ্জাবের বিপক্ষে নিজের ১৯৭তম ম্যাচ খেলেছেন রোহিত। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। তিনি খেলেছেন ১৯৩টি আইপিএল ম্যাচ। তবে এবারের আইপিএল শুরুর আগে হুট করে ভারতে চলে আসায় সর্বোচ্চ ম্যাচ খেলার দৌড়ে অনেক পিছিয়ে পড়বেন তিনি।

আইপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। তিনি এ পর্যন্ত খেলেছেন ১৮৬টি ম্যাচ।

এখন পর্যন্ত ১৯৯ ম্যাচ খেলে আইপিএলে ধোনির সংগ্রহ ৪৫৬৮ রান। যেখানে রয়েছে ৩০৬টি বাউন্ডারি ও ২১৫টি ছক্কা। টুর্নামেন্টে ধোনির সর্বোচ্চ রান ৮৪ অপরাজিত।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ