সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) উদ্যোগে গত ছয় বছর ধরেই স্পোর্টস কার্নিভালের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএসপিএর ক্রীড়া সাংবাদিকরা। করোনায় স্বাস্থ্যবিধি মেনে এবারও সীমিত আকারে স্পোর্টস কার্নিভাল আয়োজন করবে বিএসপিএ।
মঙ্গলবার পল্টনে শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর জিমনেশিয়ামে ব্যাডমিন্টন ডিসিপ্লিনের মধ্য দিয়ে শুরু হবে এ আসর। আগামী ৭ নভেম্বর পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আসরের সমাপ্তি হবে শহীদ এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্পোর্টস কার্নিভাল উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ জানান, ছয়টি ডিসিপ্লিন-ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দাবা, শুটিং ও আরচারি ইভেন্টে অংশ নেবেন বিএসপিএর শতাধিক সদস্য।
তিনি আরও জানান, প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আবদুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। দুই রানার্সআপের জন্যও থাকছে ট্রফি। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য ক্রেস্ট ও উপহার থাকছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি