বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ – গোলাপগঞ্জে জেলা প্রশাসক

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ – গোলাপগঞ্জে জেলা প্রশাসক

গোলাপগঞ্জ প্রতিনিধি::
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, মা দূর্গাকে যেভাবে আমরা সম্মান করি ঠিক সেভাবেই মহিলাদেরকেও সম্মান করতে হবে। আমাদের দেশে আমরা ধর্ম যার যার পালন করলেও ধর্মীয় উৎসবগুলো সবাই মিলে আমরা পালন করি৷ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটা বার বার প্রমানিত। এবারে করোনা ভাইরাসের কারণে পূজা উৎসব হচ্ছেনা। ছোট পরিসরে পূজা উদযাপন করা হচ্ছে। তাই সকলকে স্বাস্থ বিধি মেনে পূজা উদযাপন করতে হবে।

রোববার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শকালে এসব কথা বলেন।

পরিদর্শনকালে সাথে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস। এসময় তিনি উপজেলার ছিটা ফুলবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ ও ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে পৃথক স্থানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত ক্রান্তি দাস, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাকিব আল মামুন, কোষাধ্যক্ষ সুলতান আবু নাসের, যুগ্ম সম্পাদক জয় রায় হিমেল, ঢাকাদক্ষিণ সার্বজনিন পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সেন, সহ সভাপতি বিদ্যুৎ ভূষন দেব, সাধারণ সম্পাদক মিটুন দেব মঞ্জু, সহ সাধারণ সম্পাদক লিটন বিশ্বাস, উপদেষ্টা মনোজ ক্রান্তি দে, সহ সাধারণ রাজিব দেব টিটু দেব, কোষাধ্যক্ষ বাবলু ভূষন দেব প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ