সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ৩ টায় কমলগঞ্জ পৌরসভায় তার আগমন উপলক্ষে পৌরসভার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ হাসান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।
আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাছরিন চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ বেলাল চৌধুরী। আলোচনা শেষে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর-মহিলা কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দুপুরে উপজেলা পরিষদ হল রুমে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি