সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০
অনলাইন ডেস্ক :: বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী অনলাইনভিত্তিক ‘নজরুল সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’।
আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা কালচারাল অফিসার ও কর্মশালার সমন্বয়ক অসিত বরণ দাশ গুপ্ত জানান, শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সংগীতে প্রশিক্ষণ নিতে আগ্রহী সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার যেকোনো বয়সের শিক্ষার্থী বা ব্যক্তি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করতে পারবেন।
কর্মশালায় সফলভাবে অংশগ্রহণের জন্য প্রত্যেককে একটি করে সনদপত্র প্রদান করা হবে।
কর্মশালায় অংশগ্রহণের জন্য আগ্রহীরা ৩১ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে ০১৭১৪-৯৯৯৭৪৮ এই ফোন নাম্বারে যোগাযোগ করে নাম নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। নিবন্ধন ফি ২০০/- টাকা।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী ও বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সভাপতি জোসেফ কমল রড্রিক্স, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সাধারণ সম্পাদক ও ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সহ-সভাপতি ইয়াকুব আলী খান, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ছায়ানটের শিক্ষক কল্পনা আনাম, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার যুগ্ম সম্পাদক ও ছায়ানটের শিক্ষক শারমিন সাথী ইসলাম এবং বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ^বিদ্যালয় সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি