সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০
ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে প্রথমবারের মতো মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রানার্স অফ ছাতক কর্তৃক আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের ভূইগাঁও পয়েন্টে এর অানুষ্ঠানিক ভাবে শুরু হয়। এখান থেকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর পয়েন্ট পর্যন্ত সাড়ে ৭কিলোমিটার ছিল মিনি ম্যারাথনের সীমাবদ্ধতা। এতে অংশ নেয় ঢাকা, নরসিংদী, বরিশাল, খুলনা, মৌলভীবাজার, সিলেট সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ১শ’২০ জন রানার। ম্যারাথনে ১ম স্থান অর্জন করেন মৌলভীবাজারের আশরাফুল আলম কাশেম, ২য় স্থানে নরসিংদীর সাব্বির ভূইঁয়া, ৩য় স্থানে শ্রীমঙ্গলের মনসুর আহমদ, ৪র্থ স্থানে মৌলভীবাজারের পারভেজ ও ৫ম স্থান অর্জন করেন মৌলভীবাজারের জাফর আহমদ জয়। এছাড়া সকল ফিনিশারকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আলহাজ্ব জয়নাল আবেদীন, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলিগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট মুরুব্বি মাষ্টার নুর মোহাম্মদ ময়না মিয়া, সালিক মিয়া, মজিদ মিয়া, রহিদ আলীসহ ভূইগাঁও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। এটির পুরুষ্কার স্পন্সর করেছেন লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি, লন্ডন টাওয়ার হ্যামলেন্টসের সাবেক কাউন্সিলার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্মআহব্বায়ক ও রুহুল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি