সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২০
স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের আম্পায়ার আলিম দার ওয়ানডে ক্রিকেটে রেকর্ড গড়ার পথে। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় রোববার দায়িত্ব পালনের মধ্য দিয়ে আম্পায়ার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন ৫২ বছর বয়সী আলিম দার।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আম্পায়ার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ২১০ ম্যাচে দায়িত্ব পালনের ইতিহাস গড়তে যাচ্ছেন আলিম দার। এই রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার আম্পায়ার রডি কোয়ার্টজেনকে। তিনিই এতদিন সর্বোচ্চ ২০৯ ওয়নাডেতে আম্পায়ারিং করে শীর্ষে ছিলেন।
গত বছর স্টিভ বাকনারকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটের আভিজাত ফরম্যাটে আম্পায়ার হিসেবে রেকর্ড গড়েছেন আলিম দার। তিনি সর্বোচ্চ ১৩২ টেস্ট পরিচালনা করেছেন। শুধু তাই নয়, পাকিস্তানের এ জনপ্রিয় আম্পায়ার ক্রিকেট ইতিহাসের প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক রেকর্ড ৩৮৭ ম্যাচ পরিচালনা করেছেন।
২০০০ সালের ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আম্পায়ারিংয়ে অভিষেকের আগে অলরাউন্ডার হিসাবে এক দশকেরও বেশি সময় পাকিস্তানের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেট খেলেছেন আলিম দার।
নতুন মাইলফলককে সামনে রেখে ৫২ বছর বয়সী আলিম দার বলেছেন, আমি যখন আম্পায়ার হিসেবে শুরু করেছিলাম তখন কল্পনাও করিনি যে এ পর্যন্ত আসতে পারব। আমি মাঠে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং প্রতি ম্যাচেই শেখার চেষ্টা করেছি। এই কাজে সহযোগিতা করায় আমার পরিবার, আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।
আলিম দারের প্রশংসা করে আইসিসির আম্পায়ার্স ও রেফারি কমিটির সিনিয়র ম্যানেজার অ্যাড্রিয়ান গ্রিফিথ বলেছেন, আলিম দার গত কয়েক বছর ধরে যোগ্যতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। গত ১৬ বছর ধরে আইসিসির আম্পায়ার্সের এলিট প্যানেলের সদস্য হিসিবে রয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি