সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার সদরের নির্বাচন কমিশনের অফিসের পাশে হাওরের একটি ডোবায় গরুকে গোসল করাতে গিয়ে আবু সুফিয়ান (২২) এক যুবক পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ মো. আবু সুফিয়ান উপজেলার ঘুংগিয়ারগাওঁ এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিখোঁজ যুবকটি তার একটি গরু নিয়ে ডোবায় গোসল করাতে নামে। পরে সে হঠাৎ পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করলেও এখন পর্যন্ত ঐ যুবকটির কোন সন্ধান পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস ও ডুবরি দলকে খবর দেয়া হয়েছে বলে জানা যায়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে৷ তারা আসার পর উদ্ধার তৎপরতা শুরু করা হবে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি