সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
আটককৃতদের ১৭ পরগনার জিম্মায় ছেড়েছে পুলিশ
আমিনুল ইসলাম কানাইঘাটঃ
সিলেটের কানাইঘাটে দুই পরগণার যৌথ ডাকে কানাইঘাট-দরবস্থ সড়কে পুলিশের সাথে সংঘর্ষে ভুরিরতল নামক স্থান রণক্ষেত্রে পরিণত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮ টা হতে চতুল ও ফালজুর পরগনার কয়েক হাজার মানুষ লাটিসোঠা সহ বিভিন্ন অস্ত্র নিয়ে প্রথমে চতুল ইউপি’র হখাইরাই গ্রামে কানাইঘাট-দরবস্থ সড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশ রাস্তার মধ্যে ব্যারিকেট দিয়ে তাদের আটকে রাখে। এবং তাদের সকল দাবী দাওয়া শুনে শান্ত করার চেষ্টা করে। এ ছাড়াও প্রাচীন জৈন্তিয়া রাজ্যের ১৭ পরগণার মুরব্বীগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের শান্ত থাকার আহবান করেন। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে দেশীয় অস্ত্রশ¯্র নিয়ে চতুল ও ফালজুর পরগণার লোকজন পুলিশের ব্যারিকেট ভেঙ্গে কানাইঘাট বাজারের দিকে রওয়ানা হয়। এতে পুলিশ পিছুহটে প্রায় আরো আধা কিলোমিটার পিছনে ভুরিরতল নামক স্থানে গিয়ে পূর্ণরায় ব্যারিকেট সৃষ্ঠি করে। এক পর্যায়ে অস্ত্রধারী সস্বশ্র লোকজন আবারো পুলিশের ব্যারিকেট ভেঙ্গে কানাইঘাটের দিকে এগুতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ করে চতুল ও ফালজুর পরগনার লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের সাথে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের সত্রভঙ্গ করে দেয়। পুলিশের রাবার বুলেট ও টিয়ারগ্যাসের ভয়ে চতুল ও ফালজুর পরগনার কিছু লোকজন তারাহুড়ো করে পালাতে গিয়ে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় চতুল-ফালজুরের লোকজনের ইটপাটকেলের আঘাতে ২ পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়েছেন। এবং পুলিশের গুলি সহ ম্যাকজিন লুট করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। উল্লেখ্য গত কয়েকদিন পূর্বে কানাইঘাট বাজারের ব্যবসায়ী আকবরের সাথে লখাইরগ্রামের এক ক্রেতার মারামারিকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে। তবে আকবর হোসেনের বাড়ি পৌরসভার দুর্লভপুর গ্রামে। এদিকে বিষয়টি নিস্পত্তি করার জন্য ১৭ পরগনার সভাপতি আবুল মাওলা চৌধুরীর সহ কমিটির অন্য সদস্যদের নিয়ে দিনভর বৈঠক হয়েছে। বৈঠক শেষে সভাপতি আবুল মাওলা চৌধুরী জানিয়েছেন উভয় পক্ষ আপোস মেনে এ বিষয়টি ১৭ পরগণার উপর ছেড়ে দিয়েছেন। তাই শ্রীর্ঘই জৈন্তিয়ার রাজবাড়ি বসে বিষয়টি নিস্পত্তি করা হবে। এবং শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ যাদের আটক করেছে তাদেরকে ১৭ পরগনার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি