সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
নিজস্ব প্রতিবেদক
ক্বীন ব্রিজের নিচে সুরমা নদীতে ডুবতে যাওয়া এক বৃদ্ধের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত অবস্থায় পড়ে আছে। এ অবস্থায় লাশ হস্তান্তর করতে তাঁর স্বজনদের খুঁজছে পুলিশ।
পুলিশ জানায়- আজ (২০ নভেম্বর) বেলা ২টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রিজের নিচে উত্তরপাড়ে একজন অজ্ঞাতনামা বৃদ্ধ (বয়স অনুমান ৮০ বছর) সুরমা নদীর পানিতে ডুবে যেতে দেখে উপস্থিত লোকজন তাকে নদী থেকে উদ্ধার করেন। পরে অজ্ঞান অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করলেও উপস্থিত কেউ পরিচয় দিতে পারে নাই। বর্তমানে বর্ণিত অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
যদি কেউ মরদেহ চিনতে পারেন তাহলে কোতোয়ালি মডেল থানায় (+8801320-067568) বা উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি