জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাদল রায়

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাদল রায়

স্পোর্টস ডেস্ক

আশির দশকে ফুটবল মাঠে দাপিয়ে বেড়ানো বাদল রায় এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন মোহামেডানের হয়ে অনেক শিরোপা জয়ে অগ্রণী ভূমিকা রাখা বাদল রায়।

খেলা থেকে অবসরে সংগঠক হিসেবে দেশের ফুটবল উন্নয়নে অবদান রেখেছেন বাদল রায়। রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া সাবেক সেই তারকা ফুটবলার বাদল রায় এখন শয্যাশায়ী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিছানায় শুয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন বাদল রায়। অনেককেই চিনতে পারছেন না।

মৃত্যুপথযাত্রী সাবেক এই তারকা ফুটবলারের পাশে থাকেন স্ত্রী মাধুরী রায় ও ছেলেমেয়েরা।

জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরাদের প্রজন্মের পর বাদল রায়ই ছিলেন সেরাদের কাতারে। কুমিল্লার সুতাকল দিয়ে ফুটবলে হাতেখড়ি তার। এরপর ১৯৭৭ সালে মোহামেডানের হয়ে তার ঢাকার মাঠে যাত্রা শুরু। আর এখানেই ক্যারিয়ার শেষ করেন। আবাহনী, ব্রাদার্স অনেক লোভনীয় প্রস্তাব দিলেও তিনি প্রত্যাখ্যান করেছেন অবলীলায়।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ