সিলেট ১৫ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আজমিরীগঞ্জের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নারী শিশুসহ আরো ৫ জন আহত হয়েছেন। রোববার বিকেলে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আউশকান্দি থেকে নবীগঞ্জ আসার পথে বাংলাবাজার নামক স্থানে সিএনজি অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে নিহত হন আজমিরীগঞ্জ উপজেলার শিপ্পা গ্রামের বাচ্চু মিয়ার পুত্র নাঈম আহমেদ (১৭) । নারী শিশুসহ ৫ জন আহত হন। আহতরা হলেন, একই পরিবারের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সাঁকোয়া গ্রামের মৃত প্রমীক মীলের পুত্র সমিরন শীল (৩৭), সমিরন শীলের স্ত্রী ঊষা শিল (৩৬), সমিরন শীলের পুত্র সৌরভ শীল (৬), সমিরন শীলের মেয়ে টুম্পা শীল (৮), আজমিরীগঞ্জ এলাকার শিপ্পা গ্রামের আইনমিনের পুত্র বিয়ামিন (১৮)।
নিহত নাঈম সিলেট ভাঙ্গারী দোকানে কাজ করত। দীর্ঘদীন পর সিলেট থেকে বাড়ী ফেরার পথে দূর্ঘটনার শিকার হয়।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, বিকেলে নবীগঞ্জমুখী একটি যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় সিএনজি অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১ জন নিহত হয় এবং আহত হয় ৫ জন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি