সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে গাছবাড়ি লেগুনা, ইমা ও কেরিক্যাভ শ্রমিক নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় গাছবাড়ি পয়েন্টে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গাছবাড়ি লেগুনা, ইমা ও কেরিক্যাভ শ্রমিক সংগঠনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ’র পরিচালনায় শ্রমিক নেতাদের পাশাপাশি এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন এখলাছুর রহমান, ইউপি সদস্য শরীফ উদ্দিন, তৈমুর রহমান, আতাউর রহমান প্রমূখ। এ সময় নেতৃবৃন্দ প্রকৃত ঘটনার বর্ণনা করে বলেন একটি র্দুঘটনাকে কেন্দ্র করে এবাদুর রহমান নামের এক ব্যাক্তি শ্রমিক নেতৃবৃন্দের উপর ডাকাতি মামলা দায়ের করেছে। যা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট একটি মামলা। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার দাবী জানান। অন্যতায় তারা গোটা কানাইঘাট অচল করার হুমকি প্রদান করেন। এ সময় শতাধিক শ্রমিকরা টায়ার জ¦ালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন। এতে রাস্তার দু’পাশে তীব্র যানজট সৃষ্ঠি হয়। খবর পেয়ে কানাইঘাট থানার এসআই সনজিত কুমার রায় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন এবং মামলাটি সঠিক তদন্তের মাধমে প্রকৃত ঘটনাটি বের করার আশ^াস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি