সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
অনলাইন ডেস্ক
করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরন মাস্ক পরিধানে মানুষকে সচেতন করে তোলার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সিলেট নগরীতে প্রায় ১হাজার মাস্ক বিতরন করা হয়। এসময় স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে মাইকিং করা হয়। গতকাল বৃহস্পতিবার নগরীর চৌহাট্রা পয়েন্ট থেকে এই মাস্ক বিতরন কার্য্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্য্য নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ. বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আব্দুস সালাম,জীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, যুব সদস্য রিনা বেগম, আমিনা আহমেদ, বদরুল আজাদ শুভ, লাবির ইয়াসির, মাজহারুজ্জামান খান, ইসতিয়াক মাহমুদ সোয়েব, দেলোয়ার হোসেন প্রমূখ।
মাস্ক বিতরনকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস নির্মূলে এখন পর্যন্ত কোন সঠিক ঔষধ ও ভেকসিন আবিস্কার হয়নি। রোগমুক্ত থাকতে হলে, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। বিশ্বজুড়েই চলছে করোনাভাইরাসের তা-ব। এই ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার করা অত্যাবশ্যকীয়। তিনি সকলকে সচেতন ভাবে চলার পাশাপাশি ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য ঘরের বাইরে মাক্স ব্যবহারের আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি