সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
সিলনিউজ ডেস্ক :: বেআইনিভাবে জনচলাচলে বাঁধা সৃষ্টি করে রাস্তা ও ফুটপাতে ব্যবসা পরিচালনার অপরাধে ১১ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, জেল রোড, মহাজনপট্টি ও লালদিঘিরপার এলাকায় সিসিকের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আদায় করেছেন জরিমানার ২৩ হাজার টাকা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তা ও ফুটপাত বেআইনিভাবে দখলের অভিযোগ প্রমানিত হয়।
সিলেট মহানগর পুলিশ, বাজার শাখা, লাইসেন্স শাখা ও রাজস্ব শাখার কর্মকর্তা কর্মচারীরা ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং টেক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি