সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ১৯টি নমুনা পজিটিভ এসেছে।
সোমবার (৩০ নভেম্বর) ১৬০টি নমুনা পরীক্ষায় এই ১৯টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
তিনি জানান, আজ শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে হবিগঞ্জের ২ জন, সিলেটের ১২ জন, মৌলভীবাজারের ১ জন ও সুনামগঞ্জ জেলার ৪ জন রোগী রয়েছেন।
এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে বৃহস্পতিবার ১৪১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সুনামগঞ্জের ২৩টি, হবিগঞ্জের ২৫টি, মৌলভীবাজারের ২২টি ও সিলেটের ৭১টি নমুনা সংগ্রহ করা হয়।’
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি