সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
নিজস্ব প্রতিনিধি ::
আজ ১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাফল্য ও গৌরবের ২৮ বছরে পদার্পণ করেছে। ১৯৯৩ সালের ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর ওই বছরের ১ ডিসেম্বর ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে এই সামাজিক সংগঠন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন শাখাসহ বিদেশের শাখা সংগঠন একযোগে নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে নিরাপদ সড়কের দাবিতে সারা দেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা ও কেক কাটেন সংগঠনের নেতৃবৃন্দ।
নিসচা’র উপদেষ্টা ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের সভাপতিত্ব এবং সদস্য সচিব শফিউর রহমানের সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন আছিরগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক ও নিসচা’র উপদেষ্টা আব্দুস সামাদ আজাদ এবং রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট ও নিসচা’র উপদেষ্টা রোটারিয়ান এমরান হোসেন দিপক। এ সময় বক্তারা সড়ক নিরাপত্তা আইন ২০১৮ পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিসচা’র কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম সাজু, আবু তাহের রাজু, মো. আবুল হাসান আল মামুন, শামীম আহমদ, কবির আহমদ, মাসুদ আহমদ, রাহাদ শরীফ, মোহাম্মদ রাফি, আহমদ রেজা চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি