আফ্রিদির শাসানোর জবাব দিলেন সেই আফগান পেসার

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

আফ্রিদির শাসানোর জবাব দিলেন সেই আফগান পেসার

স্পোর্টস ডেস্ক
লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) গত ৩০ নভেম্বর শহীদ আফ্রিদির শাসানোর জবাব দিয়েছেন আফগান পেসার নাভিন-উল হাসান।

২১ বছর ৬৯ দিন বয়সী এ পেসার সাবেক অলরাউন্ডারের উদ্দেশে বলেছেন– ‘সম্মান করুণ, সম্মান পাবেন।’

গত সোমবারের পর থেকেই মাঠের লড়াইকে ছাপিয়ে আফ্রিদি ও নাভিনের কথা কাটাকাটির বিষয়টি আলোচনায় রয়েছে।

সেদিন মাঠে বেশ কড়া ভাষায় নাভিনকে শাসিয়েছিলেন আফ্রিদি। যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এ নিয়ে ক্রিকেটভক্তরা বিভক্ত হয়ে নেটদুনিয়ায় সমালোচনায় মেতে ওঠেন।

পরে বিষয়টি নিয়ে টুইট করে আফ্রিদি লেখেন– তরুণ ক্রিকেটারদের উচিত খেলায় মনোযোগী হওয়া। মাঠে আপত্তিজনক কথা বলা তাদের কাজ নয়। সতীর্থ ও প্রতিদ্বন্দ্বীদের সম্মান করাই খেলাটির প্রাথমিক স্পিরিট। আফগানিস্তানের ক্রিকেটাদের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব এবং আন্তরিক সম্পর্ক রয়েছে।

এবার আফ্রিদির টুইটের জবাব বেশ কড়া ভাষায় দিয়েছেন নাভিন।

সে জন্য তিনিও সোশ্যাল মিডিয়ার দারস্থ হয়েছেন।

নাভিন লিখেছেন– ‘পরামর্শ নিতে ও সম্মান দিতে সবসময় প্রস্তুত আছি। ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু কেউ যদি বলে, তোমরা আমাদের পায়ের তলায় আছ এবং সেখানেই থাকবে, তা হলে সে শুধু আমাকে বলছে না; বরং আমার দেশের মানুষকে নিয়ে বলছে।’

এর পর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘সম্মান করুণ, সম্মান পাবেন।’

গত সোমবার শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন গল গ্ল্যাডিয়েটর্স মুখোমুখি হয়েছিল ক্যান্ডি টাস্কার্স।

গ্ল্যাডিয়েটর্সের ইনিংসের ১৮তম ওভারে আফগান পেসার নাভিন-উল হকের করা চতুর্থ বলে বাউন্ডারি হাঁকান মোহাম্মদ আমির।

এতে মেজাজ হারান নাভিন। তিনি ব্যাটসম্যান মোহাম্মদ আমিরকে উদ্দেশ্যে করে আক্রমণাত্মক কিছু একটা বলেন।

ম্যাচশেষে দুদলের ক্রিকেটাররা যখন লাইনে দাঁড়িয়ে হাত মেলাচ্ছিলেন, তখন শহীদ আফ্রিদি ক্যান্ডির আফগান পেসারকে প্রসঙ্গটি টেনে জিজ্ঞেস করেন, কী হয়েছে তোমার?

আফ্রিদির এমন জিজ্ঞাসায় আপত্তিকর ভাষায় জবাব দেন আফগান ২১ বছর ৬৯ দিন বয়সী পেসার নাভিন।

তখন মেজাজ হারিয়ে আফ্রিদি বলেন, ‘ছেলে, তোমার জন্মের আগ থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করছি।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ