সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দুই ল্যাবে আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব ও ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে এদের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে বৃহস্পতিবার ১৮৬টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে সিলেট জেলার ১৯ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ১৩ এবং মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জনের জনের করোনা শনাক্ত হয়। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি