ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে আইএমইডি সচিব

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে আইএমইডি সচিব

ছাতক প্রতিনিধি :: ছাতক সিমেন্ট কারখানার চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।

শুক্রবার দিনব্যাপী তিনি প্রকল্পগুলো পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির, ছাতক কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক এফএম বারী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রহমান বাদশা, জেনারেল ম্যানেজার (এডমিন) গোলাম রাব্বানি, জেনারেল ম্যানেজার (রোপওয়ে) মাহবুব এলা, জেনারেল ম্যানেজার (বানিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, জেনারেল ম্যানেজার (প্রশাসন), ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সিমেন্ট কারখানা সিবিএ সভাপতি খসরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।

প্রসঙ্গত: ছাতক সিমেন্ট কারখানার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০১৬ সালে ড্রাই প্রসেস প্রকল্প বাস্তবায়নে ৮৯২ কোটি টাকা বরাদ্ধ দেয় সরকার। চীনের একটি বিখ্যাত কারিগরী প্রতিষ্ঠান ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে নতুন প্রকল্পের কাজ শুরু করেছে। নির্মানাধীন ওই প্রকল্পটি বাস্তবায়ন হলে দৈনিক ১ হাজার ৫০০ মেট্রিক টন ক্লিাংকার ও ৫০০ মেট্রিকটন সিমেন্ট উৎপাদনে সক্ষম হবে বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ