জৈন্তাপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

জৈন্তাপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধিঃঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জৈন্তাপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন। নিরাপদ খাদ্য কর্মকর্তা সারফরাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হক সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান হোসেন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইন্সপেক্টর মোল্লা শহিদুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মোঃ জুয়েল আহমদ, শিক্ষক তোফাজ্জল হোসেন, রেস্টুরেন্টে মালিক ইসমাইল মিয়া রিপন প্রমুখ। এছাড়া বিভিন্ন রেস্টুরেন্টের মালিক, ফল ব্যবসায়ী, ব্রয়লার ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন খাদ্যে বেজাল এবং অপরিচ্ছন্নতার কারনে মানুষ অজানা সব ভাইরাসে আত্রুান্ত হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে শুধু মুনাফার কথা চিন্তা না করে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করুন। তিনি বলেন আমরাও চাই না বার বার অভিযান পরিচালনা আর জরিমানা আদায় করা। কিন্তু আপনারা যখন ব্যবসার নামে সরকারের নীতিমালা লঙ্গন করেন তখন বাধ্য হয়ে ব্যবস্হা গ্রহন করি। নিজেদের ভূলত্রুটিগুলো শুদ্রানোর জন্য এক সপ্তাহ সময় বেধে দেন এবং আগামী সপ্তাহে আবারো রেস্টুরেন্টে মালিক সহ ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ