সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী জুয়েল আহমদের নৌকা প্রতীকে প্রচারণার গাড়িতে দুবৃত্তরা আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ১১টায় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গোপালনগর এলাকায় মেয়র প্রার্থীর প্রচারণার সিএনজি-অটোরিক্সায় ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, প্রচারণা শেষে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী নৌকার প্রচারণার মাইক লাগানো সিএনজি- চালক শফিক মিয়া গাড়ি বাড়িতে নিয়ে যাচ্ছিল। এ সময় যুদ্ধাপুর গ্রামে যাবার পথে অতর্কিতে একদল দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় সিএনজি সাইডের পর্দা ছিড়ে এবং একপাশে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গাড়ীর মালিক থানায় অভিযোগ করেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জুয়েল আহমেদ বলেন, প্রচারণা শেষে সিএনজির ড্রাইভার যুদ্ধাপুর গ্রামে যাবার পথে অতর্কিতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলায় সিএনজি সাইডের পর্দা ছিড়ে এবং একপাশে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গাড়ীর মালিক থানায় অভিযোগ করছেন। পুলিশ তদন্ত ক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এখানে হামলার কোন ঘটনা ঘটেনি। এছাড়াও থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি