সিলেট ১৫ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
নিজস্ব প্রতিনিধি ::
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সারাদেশে চলছে র্যাব সেবা সপ্তাহ। এ উপলক্ষে মৌলভীবাজারে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
‘র্যাব সেবা সপ্তাহ’ উদযাপনের ষষ্ঠ দিনে আজ রোববার (১০ জানুয়ারি) সদর উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা সাড়ে ১১টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উদ্যোগে সিপিসি-২ কমান্ডার এএসপি আফসান আল আলম ১৫০ জন দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনেরর সাধারণ সম্পাদক বকসী মিছবা উর রহমান, মৌলভীবাজার টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, র্যাবের ডিএডি ইকবাল পারভেজ, হাবিলদার ফরহাদ, এএসআই আশরাফুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সেবা সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে র্যাব। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে গরিব, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি