সিলেট ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১
নিজস্ব প্রতিনিধি::
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় জেলা যুবলীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার (১১ জানুয়ারি) গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত স্বারক নং বা.আ.যু. ০৩১/ ২০২১ পত্রে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘন ও ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে জেলা যুবলীগের সহ-সভাপতির পদ থেকে মো. আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকের (নৌকা) প্রার্থী জুয়েল আহমদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হলো।
বহিষ্কারের বিষয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ‘ছাত্র রাজনীতি থেকে আমার রাজনীতির পথচলা শুরু। দুঃসময়ে দলের হাল ছাড়িনি। এটা আমার প্রতি অবিচার করা হয়েছে। তবে দল যা সিদ্ধান্ত নিয়েছে তার বাইরে আমার কিছু বলার নেই। আমার বিচার জনগণের হাতে ছেড়ে দিলাম।’
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি