সিলেট ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিয়েছে দুজনের প্রাণ। সোমবার রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন। নিহত দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজিলচিশত পয়েন্টে এইটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যান।
এদিকে এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। গাড়ি ভাঙচুর করছেন তারা। অন্তত চারটি ট্রাকেও আগুন দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শত শত মানুষ রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, আমি এইমাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাক চাপায় দুজন মারা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাংচুর করছে। পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি