সিলেট ১৫ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
নিজস্ব প্রতিনিধি : দেশে করোনা ভাইরাসের পাদুর্ভাব দেখা দেওয়ায় গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ১৯ ডিসেম্বর পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
করোনা পরিস্থিতির উন্নতি হলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় পাঠদান শুরু হবে। তবে দীর্ঘ সময় বাইরে থাকা প্রথম থেকে দশম শ্রেণীতে অধ্যায়রনরত শিক্ষার্থীরা কীভাবে ফের নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে পারে সে বিষয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় এক ভার্চুয়াল আলোচনা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় এ ভার্চুয়াল আলোচনার আয়োজক ছিলেন নটর ডেম কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জনি। এতে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন ধর্মপাশা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, ধর্মপাশা শিক্ষা পল্লীর নির্বাহী পরিচালক গোলাম জিলানী, দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার ও ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী গৌতম তালুকদার রনি, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহম্মেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ আলমগীর কবীর, নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ সিংহ রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফুল ইসলাম ফারাভী, ময়মনসিংহ রুমডো ইন্সটিটিউট অব মর্ডান টেকনোলজিস্ট মেহেদী হাসান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি