চৌহাট্টা-বন্দরবাজার সড়কে রিকশা চলাচলের দাবিতে ৭২ঘন্টার আল্টিমেটাম

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

চৌহাট্টা-বন্দরবাজার সড়কে রিকশা চলাচলের দাবিতে ৭২ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক:

চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত রিকশা চলাচলের দাবিতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের বিভিন্ন মার্কেটের সামনের ব্যানার নিয়ে মাববন্ধনে অংশগ্রহন করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মধুবন মাকের্ট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম, ব্লু ওয়ার্টার শপিং সিটির সাধারণ সম্পদাক মো: আলতাফ হোসেন, মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: সাজুওয়ান আহমদ, রাজা ম্যানশনের সভাপতি মাসুদ হোসেন খান, সিলেট প্রেসমালিক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গোলাম কিবরিয়া মাসুক, লতিফ সেন্টার মার্কেটের সভাপতি সুজিত চৌধুরী, সাধারণ সম্পাদক মো: কাপ্তান মিয়া, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো: রুপন খান, বধুবন মাকের্ট ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, ব্লু ওয়াটার শপিং সিটির সহ-সভাপতি জুয়েল তালুকদার, রুপু মিয়া, আল মারজান মার্কেটের সভাপতি মো: আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ লোকমান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন-কামরুল ইসলাম, সাবুল মিয়া, তুরুন মিয়া, মো: সরফরাজ, আবু বক্কর টিটু, মো: ফরহাদ আহমদ, বেলাল আহমদ, সুজন আহমদ, রাসেল আহমদ।

মানববন্ধনে বক্তারা বলেন- চৌহাট্টা থেকে কোর্ট পর্যন্ত রিকসা চলাচল বন্ধ থাকায় হাজার হাজার ব্যবসায়ীর ক্ষতির সম্মুখিন হচ্ছেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে চৌহাট্রা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত রিকসা চলাচল করতে না দিলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। মানবন্ধনের একাত্মতা প্রকাশ করেন সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ