‘উড়ন্ত’ আর্সেনালকে মাটিতে নামাল প্যালেস

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

‘উড়ন্ত’ আর্সেনালকে মাটিতে নামাল প্যালেস

স্পোর্টস ডেস্ক

টানা তিন জয়ের পর উড়ন্ত আর্সেনালকে মাটিতে নামিয়ে আনল ক্রিস্টাল প্যালেস। আর্সেনালের স্বস্তি শেষ পর্যন্ত তারা হার এড়াতে পেরেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল।

এদিন ম্যাচের শুরু আর্সেনালের ছন্দময় ফুটবল দেখে নির্ভার ছিলেন সমর্থকরা। বলদখলে এগিয়েও ছিলেন তারা।

এর পর একবারের জন্যও ক্রিস্টালের জালে বল জড়াতে পারেননি মাইকেল আর্তেতার শিষ্যরা।

ম্যাচের ২০তম মিনিটেই পেনাল্টি এরিয়া থেকে অধিনায়ক পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের শটে গোল পেতে পারত আর্সেনাল।

অবামেয়াংয়ের জোরালো শট প্রথমবার ধরতে না পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় বলকে নিয়ন্ত্রণে নিয়ে কোনোমতে দলকে রক্ষা করেন।

অবশ্য এমন গোলের সমূহ সম্ভাবনা জাগিয়েছিল ক্রিস্টাল প্যালেসও। ফ্রি-কিক থেকে পোস্টের কাছে বল পেয়ে হেড নিয়েছিলেন জেমস টমকিন্স। দুর্ভাগ্যজনকভাবে সেটি ক্রসবারে লেগে ফিরে আসে। এর কিছু পরই আবারও আর্সেনালের রক্ষণকে কাঁপিয়ে দেন ক্রিস্টিয়ান বেনটেক। ক্রিস্টিয়ান বেনটেকের হেড বাঁ দিকে ঝাঁপিয়ে জালকে সুরক্ষিত করেন আর্সেনাল গোলরক্ষক বার্নড লেনো।

গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সুযোগ হাতছাড়া হয় দুদলেরই। ক্রিস্টাল প্যালেসের উইলফ্রিড জাহার প্রচেষ্টাকে রুখে দেন আর্সেনাল ডিফেন্ডার।

৮৫ মিনিটে উইলফ্রিড জাহা ডি বক্সের মধ্যে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেন, কিন্তু রেফারি তার আবেদন আমলে নেয়নি।

শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।

এতে ১৮ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১১ নম্বরে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে ১৩তম স্থানে ক্রিস্টাল প্যালেস। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ