ভোলাগঞ্জে পাথর উত্তোলন করা যাবে

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

ভোলাগঞ্জে পাথর উত্তোলন করা যাবে

নিজস্ব প্রতিবেদক:: কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর উত্তোলনে স্থানীয় জেলা প্রশাসকের দেয়া স্থগিতাদেশের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এই স্থগিতাদেশের ফলে ওই অঞ্চলের কোয়ারীগুলো থেকে পাথর উত্তোলনে আর কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (১৭ জানুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিব উন নবী।

শুনানী শেষে আইনজীবী হাবিব উন নবী গণমাধ্যমকে বলেন, ‘খনি ও খনিজ সম্পদ বিধিমালা ২০১২-তে বিধান না থাকা এবং পর্যটনের অযুহাতে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি ভোলাগঞ্জে পাথর উত্তোলনে স্থানীয় জেলা প্রশাসক নিষেধাজ্ঞা জারি করে চিঠি দেয়। এতে করে স্থানীয় প্রায় ১০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। অথচ ধীর্ঘদিন ধরে সেখানে খাস কালেকশন চলে আসছিল। খাস আদায়ের বিধানও আইনে আছে।’

তাই ওই নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে গত ডিসেম্বরে পূর্ব ইসলামপুর হ্যামার শ্রমিক সমবায় সমিতি হাইকোর্টে রিট দায়ের করে। সেই রিটের শুনানি দিয়ে আদালত স্থানীয় জেলা প্রশাসকের দেওয়া স্থগিতাদেশের কার্যক্রম স্থগিতের আদেশ দিলেন হাইকোর্ট।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ