সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১
স্পোর্টস ডেস্ক ::
গত বছরের ১১ মার্চের পর বুধবার বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরেবাংলায় ফের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ দল। করোনায় দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে আবার খেলা শুরু হচ্ছে জাতীয় দলের।
উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশে ওপেনিং পজিশনে থাকতে পারেন তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে দেশসেরা এই ওপেনারের অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে। তার সঙ্গে ওপেনিং পজিশনে ব্যাট করতে পারেন লিটন কুমার দাস।
তিন নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্তর খেলা বলতে গেলে নিশ্চিত। সোমবার বাংলাদেশ দলের প্রধান কোচ এমন আভাসই দিয়েছেন। চার নম্বর পজিশনে সাকিব আল হাসান। যদিও তিনি এতদিন তিন নম্বর পজিশনে ব্যাটিং করেছেন। শান্তকে জায়গা করে দিতেই পছন্দের পজিশন ছাড়তে হচ্ছে সাকিবকে।
পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামতে পারেন মুশফিকুর রহিম, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ অথবা সৌম্য সরকার, আটে মেহেদী হাসান মিরাজ। নয় নম্বর পজিশনে মোহাম্মদ সাইফুদ্দিন, দশে তাইজুল ইসলাম আর সবার শেষে ব্যাটিংয়ে নামার কথা রয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহিদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420, 01711-365152
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি